অশ্রেনীভুক্ত বনাঞ্চল পাড়া বন সংরক্ষণে লক্ষ্যে রুমায় সচেতনতা মূলক সভা

0
18

চনুমং মারমা।।স্টাফ রিপোর্টার।।

বান্দরবানে রুমা উপজেলায় ৩৬৫ নং কোলাদী মৌজা পলিকা পাড়া বৌদ্ধ বিহার সম্মেলন কক্ষে অশ্রেনীভুক্ত বনাঞ্চল পাড়া বন সংরক্ষণে প্রচলিত আইন ও বিধিমালা এবং বন্যপ্রানী সম্পর্কে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) সকালে পলিকা পাড়ার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানে পাল্পউড প্লান্টেশন পলি রেঞ্জ কর্মকর্তা অসীম বাড়ি। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুমার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক পিপলু মারমা, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং গ্রামের সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠিত সভায় পাড়ার বন সংরক্ষণে জনসম্পৃক্ততা, প্রচলিত আইন, বনজ সম্পদের সঠিক ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সামাজিক বনায়ন ও সংরক্ষিত পাড়া বন এর উপর আলোচনা করেন প্রধান অতিথি পিপলু মারমা।

তিনি আরো বলেন, সরকারী-বেসরকারী সকল স্টেক হোল্ডার কে পাড়া পর্যায়ে সংরক্ষিত বনায়ন সৃষ্টির লক্ষে সহযোগিতা বাড়াতে হবে। এ ধরনের সচেতনতা মূলক সভার ধারাবাহিক তা বজায় রাখতে হবে যাতে গ্রামীণ জনগোষ্ঠী বন রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

রেঞ্জ কর্মকর্তা বক্তব্যে বলেন, “অশ্রেনী বনাঞ্চল আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বন রক্ষায় গ্রামের মানুষদের সচেতন ও সক্রিয় হওয়া দরকার।” তিনি আরও জানান, পাড়ার বন ব্যবস্থাপনায় কমিউনিটির ঐতিহ্য ও জ্ঞান অত্যন্ত মূল্যবান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here