রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
Homeঅপরাধ‎অবৈধ পাহাড় কাটায় আলীকদমে সেনা জোন ও প্রশাসনের অভিযানে জরিমানা ৫লাখ টাকা ...

‎অবৈধ পাহাড় কাটায় আলীকদমে সেনা জোন ও প্রশাসনের অভিযানে জরিমানা ৫লাখ টাকা  ‎

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম:

‎পরিবেশ সংরক্ষণ ও পাহাড় ধস প্রতিরোধে আলীকদম উপজেলায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সেনাজোন ও উপজেলা প্রশাসন। এ অভিযানে পাহাড় কাটার দায়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গতকাল ১৪ ডিসেম্বর মধ্যেরাতে আলীকদম সেনা জোনের আওতাধীন জোন সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পাহাড়তলী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ক্যাপ্টেন মো. হিরবল উম্মা হামিমের নেতৃত্বে রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার মো. মমনজুর আলম নেতৃীত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

‎অভিযানের সময় স্কেভেটর দিয়ে অবৈধ ভাবে পাহাড় কেটে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ঙ) ধারায় দুই জনকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া পাহাড় কাটায় ব্যবহৃত তিনটি ছোট ট্রাক ও একটি স্কেভেটরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিটি যানবাহনের জন্য ১ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়।

‎অভিযুক্ত ব্যক্তি ও আটককৃত যানবাহনগুলো আলীকদম থানা পুলিশের সহায়তায় থানায় হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে যানবাহনগুলো জব্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

‎আলীকদম জোন কমান্ডার জানান, পাহাড়ের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সেনা জোন ও প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় জনগণ ও বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছে।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: