অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশীকে সীমান্তে আটক

0
6

সাইফুল ইসলাম রামগড়, প্রতিনিধি।।

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে রামগড় ৪৩ বিজিবি।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির অধিন্যস্ত নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)।

আটককৃতদের ৮ জনের বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামে বাকীরা মহেশখালীর বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here