
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইবি এর আয়োজনে সেনা রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতা ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ) বিকেলে ৪ ঘটিকার সময় আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ বনাম আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ এর সাথে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ বনাম আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশের ফাইনাল খেলা ০-১ গোলে বিজয় লাভ করে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ একাদশ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন একাদশ এবং ৪নং কুরুকপাতা ইউনিয়ন একাদশ। উক্ত টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশ নেবে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।
আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবন রিজিয়নের উদ্যোগে এবং ১৬ ইবি এর আয়োজনে সেনা রিজিয়ন ফুটবল কাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল সৈয়দ আতিকুল করিম পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মেজর আনোয়ারুল ইসলাম পিএসসি।আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আলম, আলীকদম থানার অফিসার ইনর্চাজ ওসি মির্জা জহির উদ্দিন,আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ দর্শনার্থীরা খেলা উপভোগ করেন।
উল্লেখ্য যে উক্ত টুর্নামেন্টে আলীকদম উপজেলার চারটি ইউনিয়নের নামে মোট চারটি দল অংশ গ্রহণ করে।