শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeউন্নয়নসাজেকে ফিরল মোবাইল নেটওয়ার্ক, স্বস্তি স্থানীয়দের!

সাজেকে ফিরল মোবাইল নেটওয়ার্ক, স্বস্তি স্থানীয়দের!

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে টানা ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে মোবাইল নেটওয়ার্ক সচল হয়েছে। গত ১০ নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটায় চাঁদাবাজির উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা শুকনোছড়া ও করেঙ্গাতলী এলাকায় ফাইবার অপটিক কেবল কেটে দিলে সাজেক ও আশপাশের কয়েকটি এলাকায় হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

নেটওয়ার্ক না থাকায় সাজেক ইউনিয়নের বাঘাইহাট, গঙ্গারাম, শুকনোছড়া এবং বঙ্গলতলী ইউনিয়নের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। অনলাইন লেনদেন, পর্যটকদের হোটেল বুকিং, ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে পরিবারের সঙ্গে জরুরি যোগাযোগ—সবই থমকে যায়। সাজেকে অবস্থানরত পর্যটকরাও নিজেদের নিরাপত্তার খবর স্বজনদের জানাতে না পেরে উদ্বেগে পড়ে থাকেন।

পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেয় বাঘাইহাট জোনের সেনাবাহিনী। ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান-এর তত্ত্বাবধানে একটি বিশেষ স্কট টিম দুর্গম শুকনোছড়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কেবল শনাক্ত করে মেরামত শুরু করে। দুর্গম পথ পাড়ি দিয়েই দলটি দ্রুত কাজ সম্পন্ন করে।

শেষ পর্যন্ত ১৬ নভেম্বর, সোমবার বিকেলে নেটওয়ার্ক পুনরায় সচল হয়। স্বাভাবিক যোগাযোগ ফিরতে শুরু করলে স্বস্তি ফিরে আসে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে। সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রিক ব্যবসায়ীরা সেনাবাহিনীর দ্রুত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: