লংগদু সেনা জোনের উদ্যোগে সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

0
67

আরাফাত হোসেন বেলাল।।লংগদু।।

সামাজিক স্থিতিশীলতা ও পারিবারিক মূল্যবোধ রক্ষায় লংগদু সেনা জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় লংগদু সেনা জোনের অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোরর্শেদ, এসপিপি, পিএসসি।

কর্মশালাটি সঞ্চালনা করেন জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, নিবো কুমার বিশ্বাস,লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান।

কর্মশালায় বক্তারা সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক সহিংসতা ও এর প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি ও সহনশীলতা বজায় রাখতে পারিবারিক বন্ধন দৃঢ়করণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

এসময় লংগদু উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা মতপ্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা গড়ে তুলতে এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। লংগদু সেনা জোনের এ উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here