লংগদুতে ৯ জন রোগীকে চিকিৎসা সহায়তার চেক প্রদান করেন সমাজসেবা অধিদপ্তর 

0
29

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।। 

রাঙামাটি জেলার লংগদু উপজেলায় ৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকার চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।

গত রোববার (১ সেপ্টেম্বর ) লংগদু উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে  রোগীদের মাঝে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ ।

সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক করে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের প্রত্যেককে এককালীন আর্থিক অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এককালীন এ আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জনপ্রতিনিতি সহ অন্যান্যরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here