লংগদুতে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

0
14

আরাফাত হোসাইন।।লংগদু।।

রাঙ্গামাটির লংগদুতে গলায় মাটির বস্তা বাঁধা অবস্থায় সাদ্দাম (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

গত সোমবার (৩ মার্চ) বিকালে লংগদু সদর ইউনিয়নের ঝর্ণাটিলা এলা থেকে খবর আসে একটি লাশ পাওয়া গেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ গিয়ে নদীর পাড় থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানাযায়, সাদ্দাম লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঝর্ণা টিলার হানিফ ও মমতাজ দম্পতির ছেলে। প্রতি দিনের ন্যায় সাদ্দাম সকালে মাছ আহরণে বাড়ি থেকে বের হয়। দুপুরের দিকে বাড়ির পাশে কাপ্তাই লেকে জালের নৌকাটি ভাসতে দেখে পরিবারের লোকজন।

মৃতের ছোট ভাই মোস্তাফিজ ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, আমার ভাই ভোর রাতে মাছ ধরতে বাসা থেকে বের হয়েগেছে। পরে দুপরের আমার বড় ভাই মাছ ধরে বাসায় আসার সময় আমার মেজো ভাইয়ের নৌকা নদীর মাঝখানে ভাসতে দেখে। বাড়িতে এসে ভাই মা কে জিজ্ঞেস করে সাদ্দাম কোথায় তার নৌকা নদীতে ভাসছে। তখন আমি আর আমার বাবা নদীতে গিয়ে দেখি নৌকা খালের মাঝখানে লঙ্গর করা। তখন আমাদের সন্দেহ হলে আমরা স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে এবং অক্সিজেন দিয়ে তাকে খোঁজাখুঁজি করি এক পর্যায়ে তার মৃত দেহ উদ্ধার করি। তখন তার কমরে এবং গলায় রশি দিয়ে মাটির বস্তা বাঁধা ছিলো।

ঘটনার কারণ জানতে চাইলে মোস্তাফিজ বলেন, কিছু দিন আগে আমার ভাইয়ের সাথে ভাবির ডিভোর্স হয়। সেই থেকে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে, আমরা ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত হলে আমরা সঠিক কারণটা জানতে পারবো।

এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে, তিনি ফোন রিসিভ না করাতে পুলিশের বক্তব্য নেওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here