রোয়াংছড়িতে আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত

0
74

হ্লাছোহ্রী মারমা।।রোয়াংছড়ি।।

বান্দরবানের রোয়াংছড়িতে কম্প্যাশন ইন্টারন্যাশাল বাংলাদেশ সহযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট কনর্সান (সিডিসি) বাস্তবায়নের পাবর্ত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, রোয়াংছড়ি বিডি ০৫০৩ আয়োজনের আন্তর্জাতিক শিক্ষা দিবস ও চলো স্কুলে যাই ২০২৪ ক্যাম্পেইন উৎযাপিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে রোয়াংছড়ি বিডি ৫০৩ মিলনায়তনে সমাজ উন্নয়ন কর্মী রেমসানময় বম সঞ্চালনায় প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম সভাপতিত্বে রোয়াংছড়ি উপজেলায় প্রথমবারের মত আন্তর্জাতিক শিক্ষা দিবস ও চলো স্কুলে যাই ক্যাম্পেইন এর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

এসময়ে উপস্থিত ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর মনমিনুল ইসলাম, রোয়াংছড়ি কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক নিরুপম চাকমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুস সালাম, রোয়াংছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান অংশৈচিং মারমা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুমন তঞ্চঙ্গ্যা, এসকে সুয়ানলু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দননেম বম, ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিপ্লব তঞ্চঙ্গ্যা।

প্রকল্প ব্যবস্থাপক লাল রাম কাপ বম বলেন স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, জীবিকায়ন, যুব উন্নয়ন, শিশু সুরক্ষা, পয়: নিষ্কাশন, আবহাওয়া পরিবর্তন ৮টি এসডিজি গোল্ড নিয়ে কাজ করে থাকেন। এরমধ্যেই প্রথমবারের মত শিক্ষা দিবস পালন ও চলো স্কুলে যাই ক্যাম্পেইন জানুয়ারি ২৪ হইতে ফেব্রুয়ারি ২৫ তারিখ পর্যন্ত শিশুদের বিদ্যালয়ের ভর্তি নিশ্চিত করা হবে। যাতে কোন শিশু ভর্তি টাকা অভাবে লেখাপড়া থেকে বঞ্চিত না হয়। এ প্রকল্প আওতায় অর্ন্তরভোক্ত শিশুদেরকে উচ্চ শিক্ষা পযর্ন্ত উপবৃত্তি প্রদান করে থাকে। বতর্মানে ৩৭২ জন শিশু ও অভিভাবকদের নিয়ে কাযর্ক্রম চলমান। প্রকল্পের শিশুরা উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়, নার্সিং, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল, কম্পিউটার প্রশিক্ষণ সু-ব্যবস্থার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here