রুমায় সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট অধিবেশন সভা

0
51

উপজেলা প্রতিনিধি।।রুমা।।

বান্দরবানে রুমা উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ হল রুমে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।

সদর ইউপি সচিব উক্যথোয়াই চাক সংঞ্চলনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মার্মা সভাপতিত্বে অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য কল্যাণী চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য ও মেম্বারগণ, নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ।

অধিবেশন চলাকালে সদর ইউনিয়নের সচিব বিগত বছরের বাজেট ও চলতি ২০২৪-২৫বছরের বাজেট অনুমানগুলো সকল জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকের কাছে মুক্ত আলোচলায় তুলে ধরেন। এসময় বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান দেয়।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো কল ও রেট, ইজারা/বিবিধ টেক্স, যানবাহন, নিবন্ধন কর, লাইসেন্স ও পারমিট ফি, জন্ম নিবন্ধন ফি, ফেরি ঘাট, সম্পত্তি থেকে আয়, সনদ ও অন্যান্য, গ্রাম আদালত ফি, খোয়াড়সহ অন্যান্য ও প্রারম্ভিক জের মিলে উন্নয়ন বাজেট ১কোটি ৯৫ লক্ষ টাকা ও রাজস্ব বাজেট ২৩ লক্ষ ১৮ হাজার টাকাসহ সর্বমোট  ২ কোটি ১৮ লক্ষ ১৮ হাজার টাকা তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here