ডেক্স রিপোর্ট।।
বান্দরবানের রুমায় মধ্যরাতে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে উপজেলা সদর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ করেন।
স্থানীয়রা জানান, এ কয়েক দিন শীতের তীব্রতা অনেক বেড়েছে। তাই ইউএনও মহোদয় গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে খুবই ভালো কাজ করেছেন। এ ধরনের মানবসেবক কর্মকর্তা থাকলে আরো দেশ উন্নয়ন হতো।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক রুমাবার্তাকে জানান, সরকারি সহায়তায় ৪৪০টি ও বিভিন্ন সংস্থার সহায়তায় ৬০টিসহ মোট ৫০০টি কম্বল বিভিন্ন ছিন্নমূল শীতার্ত, ইউনিয়ন পর্যায়ে ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরিব ও অসহায় রোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।