রুমায় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে ১-০ গোলে চ্যাম্পিয়ন পাইন্দু ইউনিয়ন

0
41

খেলার ডেক্স।।

বান্দরবানে রুমা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনের অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে পাইন্দু ইউনিয়ন।

গত (১০ জুলাই) বিকাল ৩টায় রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টর্নামেন্টে ফাইনালে-১-০ গোলে গালেঙ্গা ইউনিয়নকে পরাজিত করে পাইন্দু ইউনিয়ন একাদশ উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

টুর্নামেন্টে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান (পিআইও) উপজেলা ভিডিপির কর্মকর্তা ইমন দত্ত,১ নং পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা ও ৪ নং গালেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রোসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here