রাঙ্গামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে বৌদ্ধ ভিক্ষুরা

0
43

।।সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাই ছড়ি।।

রাঙ্গামাটির দুর্গম কাপ্তাই উপজেলায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করেছে বৌদ্ধ ভিক্ষুরা।

বুধবার ( ৪ সেপ্টেম্বর ) দুপুরে কাপ্তাই দুর্গম হরিণছড়া এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বন্যা কবলিত ৩৭ পরিবার মাঝে চাল,ডাল নাপ্পিসহ ১০টি পদে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা অর্থ সম্পাদক এবং বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহারে বিহার উপাধ্যক্ষ ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু, পালবার লিংক সেন্টারের সাধারণ সম্পাদক অংচা খ‌ই মারমা, সাংগঠনিক সম্পাদক ভদন্ত অভয়া তিষ্য ভিক্ষুসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here