
মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।
বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধীনস্থ কচুছড়ি বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় আর্থিক সহায়তা প্রদান।
সোমবার ১৮ আগস্ট মারিশ্যা সদর দপ্তরে মারিশ্যা জোনের পক্ষ থেকে পারিবারিকভাবে সচ্ছলতার জন্য আর্থিক অনুদান প্রদান করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
বিজিবি জানান, কচুছড়ি এলাকার বাসিন্দা গোপা চাকমা, কৃপা চাকমা ও মিলাশ চাকমার হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।