শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
Homeখাগড়াছড়িমানিকছড়িতে আব্দুল জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধন করলেন ওয়াদুদ ভুইয়া

মানিকছড়িতে আব্দুল জব্বার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধন করলেন ওয়াদুদ ভুইয়া

অংগ্য মারমা, মানিকছড়ি:

খাগড়াছড়ি মানিকছড়িতে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব আয়োজনে আব্দুল জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি মনোনীত প্রার্থীর ওয়াদুদ ভুইয়ার।

উক্ত উদ্বোধনী খেলায় শনিবার বিকালে তিনটহরী উচ্চ বিদ্যালয় মাঠের দুই শক্তিশালী দল যোগ্যাছোলা একাদশ বনাম তিনটহরী যুব স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান। উদ্বোধনী খেলায় ট্টাইব্রেকারে যোগ্যাছোলা একাদশ ৪–২ গোলে তিনটহরী যুব স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়লাভ করে।খেলায় আয়োজক কমিটি জানান, মানিকছড়ি উপজেলার মোট ১৪টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপনী ম্যাচের মাধ্যমে অনুষ্ঠিত খেলা শেষ হবে।

খেলার মাঠে উদ্বোধনী ফুটবল খেলায় উপভোগ করতে উপজেলায় হাজারো দর্শক সমাগম হয়েছে। খেলায় বিরতি সময়ে উপজেলায় শিশুদের ডিসপ্লে মাধ্যমে বিএনপি দল’কে নিয়ে গাওয়া মনোমুগ্ধকর পরিবেশনায় ধানের শীষের নির্বাচনী থিম সংয়ের উদ্বোধন করেন ওয়াদুদ ভুইয়ার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাবেক জেলা ছাত্রদলে সাবেক সভাপতি কামাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান, মানিকছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মোঃ হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব  মো. মীর হোসেন সাবেক সভাপতি মো. এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলায় বিএনপি আহ্বায়ক কমিটি  যুগ্ম আহ্বায়ক  মো. জয়নাল আবেদীন,মানিকছড়ি সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মহি উদ্দিন কিশোরসহ জেলা ও উপজেলা বিএনপির, অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: