বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মহালছড়িতে র‍্যালী ও  আলোচনা সভা

0
42

মিল্টন চাকমা(কলিন)।। মহালছড়ি।।

“তামাক কোম্পানির কুট কৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

৪ জুন (বুধবার) সকাল ১১ টার দিকে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে তামাক বিরোধী এক র‍্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালী ও  আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান,  মহালছড়ি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, উপজেলা শিক্ষা  অফিসার রফিকুল ইসলাম, সরকারি – বেসরকারি অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তামাকের কুপ্রভাব ও উপজেলায় তামাক চাষ বন্ধ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। এই ছাড়াও তামাকের ব্যবহার কমিয়ে আনতে জনসচেতনতা বাড়ানোর উপর জোড় দেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here