বিশাল পদে নিয়োগ দিচ্ছে সেনাবাহিনী

0
17

।।চাকরি ডেস্ক।।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ২০২৫ সালে মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারি (এমওডিসি) সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে সৈনিক পদে (শুধু পুরুষ প্রার্থী) ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আগামী ২৫ নভেম্বর আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম : এমওডিসি সৈনিক

পদসংখ্যা : জেলাভিত্তিক

এসএসসি পাসে মীনা বাজারে চাকরি

বয়সসীমা : আগ্রহী প্রার্থীদের বয়স ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হবে না (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বেতন ও ভাতা : প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৮,৮০০/- এবং প্রশিক্ষণ শেষে যৌথবাহিনী নির্দেশাবলি জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে।

আবেদন শুরুর তারিখ : ২৫ নভেম্বর ২০২৪

প্রার্থীর ধরন : শুধু পুরুষ প্রার্থী

শিক্ষাগত যোগ্যতা

১.সাধারণ ট্রেড (GD)। এসএসসি / সমমান পরীক্ষায় ন্যূন ম জিপিএ-২.০০ পেয়ে উত্তীর্ণ।

২. করণিক ট্রেড (CLK)। এসএসসি / সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ।

৩. আর্মোরার ট্রেড (ARMR)। এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ (বিজ্ঞান বিভাগ)।

উচ্চতা : ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।

ওজন : ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।

বুকের মাপ : স্বাভাবিক ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), স্ফীত ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)।

চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন (বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়)।

স্বাস্থ্য পরীক্ষা : স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য

সাঁতার : অত্যাবশ্যক (ন্যূনতম ৫০ মিটার)।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত (বিপত্নীক/ বিবাহ বিচ্ছেদকারী/তালাকপ্রাপ্ত নয়)।

আবেদনের শেষ সময় : ২০ ডিসেম্বর ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here