শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
Homeজাতীয়বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি।।

সোমবার ( ১৬ ডিসেম্বর) সারাদেশের ন্যায় নানা আয়োজনে বিলাইছড়িতেও যথাযোগ্য মর্য়াদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সভায় জেলা প্রশাসক কার্য়ালয়ের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, ইসহাক মিয়া ও কিরণ মিয়া, উপজেলা বিএনপি,র সভাপতি আব্দুস সালাম ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান খান ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতিয়ার হোসেন প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণনা স্মারক প্রদান ও মুক্তিযুক্ত ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে সিনিয়র সহকারী কমিশনার আশ্রাফুল হক ওসি মানস বড়ুয়াকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি ফিতা কেটে দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন পূর্বক অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তি যোদ্ধা সংসদ, বিএনপি ও সহযোগী সংগঠন ও স্ব- স্ব শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্পমাল্য অর্পণ এবং দিবস পালন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: