বিলাইছড়িতে পুলিশের অভিযানে পালিয়ে যাওয়া ৪ ছাত্রকে উদ্ধার: পরিবারে কাছে হস্তান্তর

0
47

।।সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি।।

বিলাইছড়িতে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া ৪ শিশু ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন এ তথ্য জানান।

তারা হলেন- বরকল গ্রামে বিমল চাকমা তপন চাকমা(১৬), আইমাছড়া গ্রামে বিনয় শংকর চাকমা ছেলে রিন্টু চাকমা(১২), ধাবারাং চাকমা ছেলে রাজু চাকমা(১২) ও লুলাংছড়ি গ্রামে রিপন চাকমা ছেলে সুভূতি চাকমা(১২)। তারা সবাই রাঙ্গামাটি জেলা বাসিন্দা।

পুলিশ জানিয়েছেন,  গত ১৫ জুলাই দিবাগত রাত তিনটার দিকে  বিলাইছড়ি বাজার সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহার পালবার লিংক সেন্টার শিশু সদনে অধ্যায়নরত চারজন শিশু শিক্ষার্থী কাউকে বলে পালিয়ে যায়। পরবর্তীতে বিহারে অধ্যক্ষ খোজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া না গেলে থাকায় মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ধুপ্যারচর এলাকা থেকে শিশুদের উদ্ধার করে বিহারে অধ্যক্ষ কাছে তুলে দেন পুলিশ।

বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, বলেন, শিশুদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here