শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
HomeUncategorizedবিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

বিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটির বিলাইছড়িতে জুলাই-আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে “এসো দেশ বদলায় এসো পৃথিবীর বদলায়”- এ কথাটি সামনে রেখে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দ:)সজীব কান্তি রুদ্র, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো.নুর উদ্দিন, ১নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিত্যলাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আকাশ দেব বর্মন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা উমা চিং মার্মা, শিক্ষক অরুপ বড়ুয়া, এডিসন চাকমা, প্রণয় জ্যোতি দেওয়ান,সুপ্রীয়া দে এবং জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ও বিদ্যালয়ের  শিক্ষক, ছাত্র- ছাত্রী ও কর্মকর্তা এবং কর্মচারী।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: