বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

0
64

রুমা (বান্দরবান) প্রতিনিধি।।

আজ ৭ই মার্চ,বঙ্গবন্ধু ভাষণের মাস। “ঐতিহাসিক ৭মার্চ-২৪” উদযাপনকে সাফল্য করার জন্য প্রাথমিক স্কুল পযার্য় ও উচ্চ মাধ্যমিক পযার্য়ে ক-গ্রুপ, খ-গ্রুপ ও গ-গ্রুপ ভিত্তিক ভাগ করে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। তারই ধারাবাহিকতা উপজেলা হল রুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদে আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার(৭মার্চ) দুপুর বারোটা দিকে বান্দরবানের রুমা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিতরণী অনুষ্ঠানের পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা দেবব্রত বড়ুয়া’র সংঞ্চালনায় রুমা উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী কর্মর্কতা মো.দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের প্রতিনিধি মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা। বিশেষ অতিথি ছিলেন, কৃষি বিভাগের কর্মকর্তা রাকিব জুবায়েতসহ বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগের কর্মকর্তা,দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু পত্রিকার সাংবাদিক মংহাইথুই মারমাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা।

রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দিলেন অতিথিরা। ছবি: রুমা বার্তা
রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দিলেন অতিথিরা। ছবি: রুমা বার্তা

পরে আলোচনা সভার শেষে কুইজ, চিত্রাংকন ও ভাষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী স্থানকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।

বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি।।

বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা,পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৭ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এছাড়াও অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার মো:আলীমুজ্জামান খান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, ১নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা এবং সঞ্চালনায় রুবেল বড়ুয়া।

বিলাইছড়ি ক্ষুদে শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরষ্কার নিলেন। ছবি: রুমা বার্তা
বিলাইছড়িতে ক্ষুদে শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে পুরষ্কার নিলেন। ছবি: রুমা বার্তা

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম… এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’ ১৯ মিনিটের কালজয়ী ভাষণ। কালজয়ী ভাষণের শেষ কটি শব্দমালা। ঐতিহাসিক ভাষণের আটটি শব্দের শেষ দুটি লাইন হয়ে গেল সাত কোটি মানুষের মনের ভাষা, এই ভাষণ মুক্তিকামী বাংলার জনগণের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র।

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার দ্বিতীয় প্রাণকেন্দ্র ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে হাজার বছরের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা ও বিজয় অর্জনের-৭১ স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ভাষণের তাৎপর্য ও গুরুত্ব স্মরণে আজ ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোজ বৃহস্পতিবার সকাল ৯টা ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন শেষে,বাঙ্গালহালিয়া কলেজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

রাজস্থলীতে আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা ফুলেল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন। ছবি: রুমা বার্তা
রাজস্থলীতে আ.লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমালা অর্পণ করা হয়েছে । ছবি: রুমা বার্তা

উক্ত কর্মসূচিতে রাজস্তলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,ইউপি সদস্য,গণমাধ্যম কর্মী,স্থানীয় নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here