
জেলা প্রতিনিধি।। খাগড়াছড়ি।।
বিএনপি নেতা কর্তৃক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা এনসিপি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সংগঠকরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২১ জুলাই খাগড়াছড়িতে এনসিপির “জুলাই পদযাত্রা” কর্মসূচিতে সংগঠক শাহ নেওয়াজ, বেলালসহ জেলার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। কিন্তু গত ১০ আগস্ট বিএনপির এক নেতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর মডেল থানায় মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন। মামলায় তাদের আওয়ামী লীগ কর্মী হিসেবে দেখানো হলেও তারা এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন সংগঠকরা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মামলায় শাহ নেওয়াজ রহমান ২১ জুলাইয়ের অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন, মো. বেলাল হোসেন জাতীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং শফিকুল ইসলাম রাজনৈতিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন আদালতে হাজিরা দিয়ে আসছেন। তবুও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনসিপি নেতারা অভিযোগ করেন, মামলার বাদীর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং যে ঘটনার কথা মামলায় বলা হয়েছে তাতে তারা কোনোভাবেই জড়িত নন। ভিন্ন মতাদর্শের কারণে ভয়ভীতি ও হয়রানি করতে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা রাজনৈতিক সংস্কৃতির জন্য লজ্জাজনক।
সংবাদ সম্মেলনে ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারসহ হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। অন্যথায় তারা দলীয় ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, এনসিপি জেলা সংগঠক বিপ্লব ত্রিপুরা, থুইচিং মারমা, রাহাত হোসেন বেলাল্, আকলিমা আক্তার সহ জেলা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।