বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
22

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি- জসীম উদ্দীন (৪৮) বান্দরবান সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউপির মৃত আবুল খায়েরের ছেলে। অপরজন আমির হোসেন (৪৫) কক্সবাজার টেকনাফের নজির আহম্মদের ছেলে।

মামলা এজাহারের সূত্রে জানা যায়, ২০১৫ সালে বুলু আক্তারের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় জসীম উদ্দীনের। বুলু আক্তারের প্রথম ঘরের ৩০ বছরের কন্যা সন্তানটি মানসিক রোগী ছিল। ২০১৭-১৮ সালে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাও করিয়ে সুস্থ করেছিলেন তাকে। ২০২২ সালের ৭ মে বুলু আক্তারের স্বামীর বন্ধু আমির হোসেনের সঙ্গে মেয়ের শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার কারণে সামাজিক সালিশে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।

পরবর্তীতে ১৭ মে বিচ্ছেদ হওয়া দ্বিতীয় স্বামীর বন্ধু আমির হোসেন মেয়েকে পাত্র দেখানোর কথা বলে বান্দরবান সদর ইউনিয়নের সীতামুড়া এলাকার পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বুলু আক্তারকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার মেয়েকে রাতভর দু’জনে পালাক্রমে ধর্ষণ করেন। পরে ২০২২ সালের ১৮ মে মেয়েকে ধর্ষণের অভিযোগে বুলু আক্তার জসিম উদ্দিন ও আমির হোসেনকে আসামি করে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

বান্দরবানে জেলা আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইসমাইল সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং তাদেরকে কারাগারে পাঠিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here