বান্দরবানে বিএনপি’র বিশাল জনসমাগম হবে :  সম্পাদক জাবেদ রেজা

0
34

বান্দরবান প্রতিনিধি।।

৭টি উপজেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ কে কেন্দ্র করে এই সমাবেশে যোগ দেবে। কত সংখ্যায় নেতা-কর্মী উপস্থিত থাকবে তা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে নাহ। তাছাড়া কেন্দ্রীয় নেতারা এই জন সমাবেশে যোগ দেওয়া কথা রয়েছে। তবে বিগত দিনের ন্যায় এবারে বান্দরবানে বিএনপি’র বিশাল জনসমাগম হবে।

সোমবার (১১ নভেম্বর) জেলা প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

সংবাদ সম্মেলনের তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই একমাস ব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা সিধান্ত হয়েছে। সেই আলোকে বান্দরবান জেলা বিএনপি’র ১৩ নভেম্বর আয়োজন করতে যাচ্ছি। আমরা সেইদিন ঐতিহ্যবাহী রাজা মাঠে জড়ো হয়ে উজানী ঘুরে বাজার প্রাণ কেন্দ্র মধ্যদিয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে করার সিধান্ত নিয়েছি।

তিনি বলেন, সেই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার করা রয়েছে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ জেলা-উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী প্রসঙ্গে তিনি বলেন, গত ৭নভেম্বর ব্যক্তিগতভাবে অর্থাৎ তিনি যেহেতু কেন্দ্রীয় কমিটি নেতা দলীয়ভাবে প্রোগ্রামটি করেছেন। এই প্রোগ্রামটি কোন বান্দরবান জেলা বিএনপির সাথে সমন্বয় করা হয়নি। আমরা কিন্তু আগামী ১৩ নভেম্বর কেন্দ্রীয় নেতাসহ উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মী নিয়ে জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছি।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নুর ইসলাম, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here