বান্দরবানে নিখোঁজ হওয়ার ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার

0
54

বিশেষ প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগা পাড়া থেকে হারিয়ে যাওয়ার চার দিন পর দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭আগস্ট) বিকেলে পাড়ার পাশে পাগলা ঝিড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম (১.৬)। সে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড পাগলীর আগা পাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট) দুপুরে খেলাধুলার সময় হঠাৎ নিখোঁজ হয় আশরাফুল। পরদিন থেকে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবার স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার বিকেলে পাড়ার কয়েকজন বাসিন্দা ঝিড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পিতা মোহাম্মদ ইলিয়াস গিয়ে মরদেহটি তার ছেলের বলে শনাক্ত করেন।

ঘটনার বিষয়ে ফাঁসিয়াখালী কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক)এসআই মোহাম্মদ জামিল বলেন,“স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির পিতার বাড়ি থেকে প্রায় ২০০ ফুট দূরে পাগলা ঝিড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।” তিনি আরও বলেন, “এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here