।।আকাশ মারমা মংসিং,বান্দরবান।।
বান্দরবানের ঝিড়ি থেকে অজ্ঞাত নামা এক অধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কার লাশ সে বিষয়ে এখনো জানা যায়নি। অন্যদিকে গত পাঁচদিন ধরে য়ংরে নামে এক যুবক নিখোঁজ রয়েছে। সেই যুককের এখনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে পৌর শহরে শেরে বাংলা নগরে ম্যাকছিঃ ঝিড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে শশ্মানে পাশে ঝিড়িতে অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। লাশের দেহটা গলিত হয়ে হাড় দেখা গেছে। এছাড়াও লাশের দেহটা মাথাবিহীন। পরে ঝিড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।
অন্যদিকে গত পাঁচদিন ধরে বসন্ত পাড়া গ্রামে য়ংরে নামে ম্রো যুবক অপহরণ হয়েছে। এখনো সেই ম্রো যুবকের সন্ধান পাওয়া যায়নি। নিঁখোজ হওয়ার একই দিন বিকালে তার ব্যবহৃত মোটর বাইক শশ্মানে পাশে ইব্রাহিম অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গ্যারেজে এক যুবক বাইক রেখে যায় বলে গ্যারেজ শ্রমিকরা জানিয়েছে। পুলিশ এসে সেই মোটর বাইক থানায় নিয়ে যায়। তবে উদ্ধারকৃত অর্ধগলিত লাশ ম্রো যুবক নয় বলে দাবি করেছে গ্রামবাসীরা।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল জলিল বলেন, অর্ধগলিত লাশ খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত বলা যাবে। তবে নিখোঁজ হওয়া ম্রো যুবক নামে থানায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।