বান্দরবানে অধিকাংশ সেতু ঝুঁকিপূর্ণ

0
25

।।আকাশ মারমা মংসিং,বান্দরবান।।

বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি -রাঙ্গামাটিসহ বিভিন্ন সড়কে অধিকাংশ বেইলি সেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সংস্কার ও রক্ষনাবেক্ষনের অভাবে বেইলি সেতুগুলো দিন দিন ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। কোথাও ধসে পড়ছে, কোথাও পাটাতন খুলে যাচ্ছে। এসব সেতু দিয়ে প্রতিদিন চলাচল করছে হালকা ও ভারী বিভিন্ন যানবাহন। তাছাড়া এই বেইলী ব্রিজগুলো অধিকাংশ জোড়াতালি দিয়ে রাখা হয়েছে। পাহাড়ে সড়কের নির্মিত এসব সেতুগুলো সংস্কার করা না হলে ভেঙ্গে গিয়ে যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে উপজেলার সড়ক যোগাযোগের ব্যবস্থা।

বান্দরবান -রোয়াংছড়ি-রুমা-থানচি এই তিন সড়কের অসংখ্যা ঝুকিপূর্ণ বেইলি ব্রীজ রয়েছে। প্রতিদিন অসংখ্য ছোট-বড় যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে থাকে। কোন কোন বেইলি সেতুর নিচে বালির বস্তা আবার কোন কোন সেতুর নিচে গাছের তক্তা দিয়ে আটকানো। প্রায় সময় এসব ঝুকিপূর্ণ বেইলী ব্রীজ পাতাতন খুলে যায় আবার কখনো ভেঙ্গে ধ্বসে নিচে পড়ে যায়। এর ফলে ওই সড়কের যাতায়াত কারীদের দেখা দেয় নানা সমস্যা। আবার বর্ষাকালে সেতুর উপর কাদামাটি জমে যানবাহন আটকে থাকে অনেক সময়। ফলে একদিকে দুর্ঘটনার আশঙ্কা, অন্যদিকে সময়ের ব্যাহত হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, বান্দরবান জেলায় ১৯৮০ দশকে অস্থায়ীভাবে নির্মিত গুরুত্বপূর্ণ ১৫৯টি বেইলি সেতু রয়েছে। এরমধ্যে নতুন আরসিসি সেতু নির্মিত হয়েছে ৮৭টি। বাকি সেতুগুলোর মধ্যে ৪০টি বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে বেইলি সেতু ভেঙে পড়ায় বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার সকাল ৮টার দিকে বান্দরবান-ওয়াইজংশন-রুমা সড়কের কুক্ষংঝিরি এলাকায় একটি বেইলি সেতু ভেঙে পড়ে। এরপর জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওই সড়কের সেতুর উভয় পাশ পর্যন্ত যানবাহন চলাচল করছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন বাসে কিংবা মাহিদ্রা গাড়ি দিয়ে সড়ক দিয়্র চলাচল করতে হয়। ব্রিজের উঠলে প্রচুর শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন সংস্কার না করার ফলে ব্রিজগুলো ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। তাই দ্রুত সংস্কারের দাবী জানান তারা।

বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-রুমা, বান্দরবান-বাগমারা ও বান্দরবান-থানচি সড়কগুলোর অবস্থাও একই। এখানেও বেইলি সেতুগুলো পুরোনো হওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এসব ব্রিজগুলোর উপর দিয়ে যখন ভারি মালবাহী যান চলাচল করলে এমনেতেই নড়বড় করে। সেক্ষেত্রে বেশিরভাগ বেইলী ব্রিজগুলো যদি ঝুঁকিতে থাকে তাহলে গণ পরিবহনের যাওয়া সময় ভেঙ্গে পড়লে দুর্ঘটনা কবলতি হতে পারে এবং যাত্রীদের প্রাণ নাশের মত বড় ধরনের ঘটনা ঘটতে পারে। রোয়াংছড়ি ও রুমা দুই উপজেলার বেইলী ব্রিজগুলো অতি ঝুঁকিপূর্ণ। এখানে সাইনবোর্ডে লেখা আছে ৫টনের অধিক মালবোঝাই যানবাহন চালাচল নিষেধ। এরপরও গাছের গাড়ি, বাঁশের গাড়ি, পাথর বোঝাই গাড়িসহ প্রতিনিয়ত যততত্র ভাবে চলছে।

বান্দরবান জেলা পরিবহন মালিক সমিতি সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু জানান, এসব ব্রিজগুলোর উপর দিয়ে যখন ভারি মালবাহী যান চলাচল করলে এমনেতেই নড়বড় করে। সেক্ষেত্রে বেশিরভাগ বেইলী ব্রিজগুলো যাত্রীদের প্রাণ নাশের মত বড় ধরনের ঘটনা ঘটতে পারে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, ভেঙে পড়া বেইলি সেতুটি সম্পর্কে সড়কটির ওই এলাকায় দায়িত্বরত ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দ্রুত মেরামতের ব্যবস্থা নেবেন। আর ঝুকিপূর্ণ ব্রীজ গুলোকে দ্রুত সংস্কার করার হবে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here