
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সিঙ্গিনালা তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ ঘটিকায় অত্র মাদ্রাসা মিলনায়তনে, উক্ত অনুষ্ঠানটি মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত হয়।
এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর প্রশাসক ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সারোয়ার আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, অত্র মাদ্রাসা সুপার শাহাজাদা আব্দুল বারী সহ অভিভাবক,ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তৃতারা বলেন, এত্র মাদ্রাসায় একটি আশ্রয় কেন্দ্র করার জন্য বিভিন্ন মহলে কথা বলা হয়েছে, আশা করি খুব শিঘ্রুই কাজ হবে এবং মাদ্রাসায় উন্নয়ন মূলক কাজ করার আশ্বস্ত করেন।