বাঘাইছড়িতে বিজিবি পরিচালিত স্কুলের নতুন কক্ষ উদ্বোধন

0
38

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল এর নবনির্মিত নতুন ০২টি শ্রেনী কক্ষ উদ্বোধন করেন মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

আজ মঙ্গলবার ( ২১ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন এবং ছাত্র-ছাত্রীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এসময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান, পদাতিক, ক্যাপ্টেন অমিত কুমার সাহা, এমসি, সহকারী পরিচালক মো: হাফিজুর রহমান,বিজিবিএমএস, বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার সনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে বিজিবি মারিশ্যা জোন প্রতিষ্ঠা করে। এর পর থেকে দীর্ঘ ২৬ বছর সুনামের সহিত শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পর্যায়ক্রমে জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here