তুফান চাকমা।।নানিয়ারচর।।
রাঙামাটির নানিয়ারচরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রগতি চাকমা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব এলাহী এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, ১,২,৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নাসিমা বেগম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস সালাম, নানিয়ারচর প্রেস ক্লাব সভাপতি মাহাদী বিন সুলতান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, বর্তমাম সমাজে শিক্ষা ছাড়া বিকল্প নেই। প্রত্যেক ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে একজন আদর্শ নাগরিক হয়ে দেশের সেবায় ভূমিকা রাখতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি সুনজর রাখাটা জুরুরি। শুধু চাকরির জন্য লেখাপড়া প্রযোজ্য নই, আমাদের দৈনন্দিন জীবনের জন্য হলেও লেখাপড়া জানাটা প্রয়োজন।
পরে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেন।