দীঘিনালায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

0
28

দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুলাই) দুপুরে ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ইউকেএইড এর অর্থায়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ধর্ম জ্যোতি চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরে উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ধর্ম জ্যোতি চাকমা বলেন, আমি সবাইকে মানুষ হিসেবে সম্মান করি, পাহাড়ি বাঙালি হিসেবে নয় । আমরা এসব দৃষ্টিতে মেনে চলবো। সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, দীঘিনালা উপজেলাকে একটি সমৃদ্ধ উপজেলা গঠন করতে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

বিতরণ অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির প্রকল্প সমন্বয়কারী বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় কবাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান  বিপুরিতা চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, দীঘিনালা উপজেলার রিসোর্স ইনস্ট্রাক্টর মোঃ মাঈন উদ্দিন, কারিতাস বাংলাদেশ (চট্টগ্রাম অঞ্চল) পরিচালক মার্সেল রতন গুদা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমুখ।

সভা শেষে কবাখালী ইউনিয়নের ১শ ৮৫জন পরিবারকে শর্তহীন নগদ অর্থ ৬০০০ টাকা তুলে দেন অতিথিরা। এসময় ১হাজার টাকার সমমূল্য কিছি সামগ্রীও বিতরণ করা হয়। তারমধ্যে রয়েছে ঢাকনাসহ বালতি ১টি, প্লাস্টিকের মগ (১.৫ লিটার) ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০গ্রাম) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট, ওআরএস ৫টি, নেইল কাটার (বড় সাইজ) ১টি।

উল্লেখ্য, ইতিমধ্যে প্রাথমিক পর্যায়ে প্রথম ধাপে দীঘিনালার বোয়ালখালী ইউনিয়নে ৮৫টি, বৃহস্পতিবার  (১৮জুলাই) কবাখালী ইউনিয়নে ১শ৮৫ পরিবারকে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৭০০ পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here