বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
HomeUncategorized ঝর্ণা নীচে মিলল অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ

 ঝর্ণা নীচে মিলল অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ

।।বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানে গহীন জঙ্গলে ঝর্ণা থেকে পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।

আজ রবিবার বিকালে সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় মুরুং ঝর্ণা নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে গহীন মুরুং ঝর্ণাতে কয়েকজন যুবক বনভোজন করতে যায়। এসময় ঝার্ণা নিচে পানিতে ভেসে অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

ওই এলাকার ইউপি সদস্য রেদামং মারমা বলেন, সকালে কয়েকজন যুবক ঝর্ণাতে বনভোজনে গেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবসীকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। তবে কার লাশ সেটি ব্যাপারে জানা যায়নি। ধারণা করা হচ্ছে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানা তদন্ত কর্মকর্তা (ওসি)মো.আবুল হাসেম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: