
রুমা প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ-৭ নভেম্বর) রোজ শুক্রবার সকালে রুমা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগের এ কর্মসূচি পালন করা হয়। সকালে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালিটি রুমা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মায়াকুঞ্জ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক জন ত্রিপুরা সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুমা উপজেলা বিএনপির সহ-সভাপতি উচহ্লা মারমা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লালিয়ান সম সাইলুক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শৈসিং অং মারমা, জনমনি ত্রিপুরা, শৈহ্লাপ্রু মারমা, উপজেলা মহিলা দলের সভানেত্রী ঙৈনুচিং মারমা, ঙারং ম্রো, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মংটিংওয়াং মারমা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা,উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সারাফাত আলী,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা, ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা,উপজেলা কৃষক দলের আহবায়ক উক্যমং মারমা,উপজেলা কৃষক দলের সদস্য সচিব ক্যনুচিং মারমাসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনেই দেশের সৈনিক ও সাধারণ জনগণ জাতীয় সংহতির মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছিল।”
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।
বক্তারা আরও বলেন,আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আসন্ন নির্বাচনে ৩০০ নং আসনের মনোনীত জেলা বিএনপি আহবায়ক রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবো। এ বিজয়ের মাধ্যমে আমরা দেশনেতা তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের ভালোবাসা, আস্থা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে একটি মূল্যবান উপহার প্রদান করবো। তারা আরও আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন ও সহযোগিতায় একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
