
উপজেলা প্রতিনিধি, গুইমারা:
খাগড়াছড়ির পার্বত্য জেলা পরিষদ আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মনন্ত্রালয় সহযোগিতা গুইমারা সরকারি মডেল হাই স্কুল মিলায়াতনে গুইমারা সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে এককালীন আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এককালীন আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নিটোল মনি চাকমা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ নোমান হোসেন, খাগড়াছড়ি অতিরিক্ত ম্যজিষ্ট্রেট হাসান মারুফ, গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, গুইমারা উপজেলা সাবেক চেয়ারম্যান উশৈপ্রু মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ গুইমারা উপজেলা শাখা সভাপতি অংগ্য মগ প্রমূখ।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুইচিংপ্রু সাইন, কংজপ্রু মারমা, এ্যাডঃ মনজিলা ঝুমা, সাথোয়াইপ্রু চৌধুরী, , কর্ণৈল বাগানে ম্যানাজার বাদল কান্তি সেন, জেলা কমিটি যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা।
বক্তারা বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে গুইমারা রামেসু বাজারে সহিংসতা ঘটনায় পর থেকে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। গুরুতর আহত ব্যক্তিদের চট্টগ্রামে প্রেরণ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসায় সহায়তায় প্রদান করেছেন জেলা পরিষদ । আহতদের পুরোপুরি সুস্থ না হওয়ার পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করবেন। পাহাড়ের সকল সম্প্রদায় সম্প্রীতি থাকলে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা ঘটবে না।
আলোচনা সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মোট ১৬০ জন নিহত ও আহতদের পরিবারে মাঝে আর্থিক নগদ ৫০ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়।
