জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নতির লক্ষ্যে রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলার ৫মাইল শিব মন্দির প্রাঙ্গনে একটি কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগি অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)।
সভায় স্থানীয় নাগরিকদের হাসপাতালে সেবা গ্রহণের অভিজ্ঞতা, মতামত ও অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীরা হাসপাতালের বিভিন্ন সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। বিশেষ করে কিছু ডাক্তার ও স্টাফদের অসহযোগিতার কারণে নাগরিকরা সঠিক স্বাস্থ্যসেবা পেতে ব্যর্থ হচ্ছেন বলে জানান তারা। এছাড়া চিকিৎসা সেবার ক্ষেত্রে নানা ভোগান্তি ও হয়রানির কথাও তুলে ধরেন।
সভায় আলোচনা করা হয় বর্তমানে হাসপাতালের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের সংকট, রোগীদের প্রয়োজনের তুলনায় বেশি টেস্টের প্রস্তাব, বহিঃ বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের সমস্যাসহ নানা বিষয়। এছাড়া, ডেলিভারীর সময় বকশিসের নামে টাকা দাবি, সরকারি হাসপাতালে পর্যাপ্ত ও মানসম্মত যন্ত্রপাতির অভাব এবং বেসরকারী ডায়াগনিস্টিক সেন্টারে টেস্ট করানোর সমস্যাগুলোও আলোচিত হয়।
সভায় টিআইবি-খাগড়াছড়ির কোর্ডিনেটর মোঃ আব্দুর রহমানের সঞ্চালনায় এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সহ-সমন্বয়ক দহেন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ৪মাইল যৌথ খামার কার্বারী বিকাশ চন্দ্র ত্রিপুরা, ৫মাইল ললিত কার্বারী পাড়ার কার্বারী সুবল ময় ত্রিপুরা, ৫মাইল এলাকার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রবীর ত্রিপুরা ও বর্তমান কমিটির সভাপতি বর্ন সিংহ ত্রিপুরা, কামিনী পাড়ার কার্বারী বিপ্লব ভূষণ ত্রিপুরা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত ‘কামিনী পাড়া প্রান্তিক নারী ও কিশোরী দলের সভাপতি উপালী ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক সুমিতা ত্রিপুরা।
এছাড়া সভায় স্বাগত বক্তব্য রাখেন পারভীন আকতার, সমন্বয়ক, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), স্বাস্থ্য। আরও উপস্থিত ছিলেন টিআইবি-সনাকের ইন্টার্ন ললিতা বৈষ্ণব, ইয়েস সহ দলনেতা পপি ত্রিপুরাসহ অন্যান্য ইয়েস সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন সমস্যা ও তাদের সমাধান সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।