খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৭ জনের নামে মামলা

0
57

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টা ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্থার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় আরও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হানের আদালতে সাংবাদিক এইচ এম প্রফুল্ল মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, মাইন উদ্দিন ভুটো, নুরুল ইসলাম, এম এফ রাব্বি, মোহাম্মদ মেহেদীন হাসান ও রহিম মিয়া নাঈম ওরফে আরেফিন নাঈমের নাম উল্লেখ করা হয়েছে।

বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্ট ও খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আফছার হোসেন রনি।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে খাগড়াছড়িতে ছাত্র-জনতার বিক্ষোভ চলাকালে সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এতে বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লসহ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন।

এছাড়া ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক এইচ এম প্রফুল্ল, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ও প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মানহানিকর পোস্ট দেন। এতে তারা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here