খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

0
54

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়িতে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

খাগড়াছড়ির কেন্দ্রীয় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি আনুষ্ঠানিকভাবে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন। আলোচনা সভা শেষে রঙিন বেলুন উড়িয়ে অন্যান্য অতিথিদের সঙ্গে শোভাযাত্রার সূচনা করেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি অশোক কুমার মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে: কর্ণেল খাদেমুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবসারসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।

শোভাযাত্রা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ির শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক নির্মল দেব। মন্দির প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি শাপলা চত্বর, চেঙ্গী স্কোয়ারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সদর ও পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মন্দিরের নাম সম্বলিত ব্যানারসহ অংশগ্রহণ করেন। নারী ও পুরুষরা নানা সাজে সজ্জিত হয়ে আনন্দ প্রকাশ করেন।

হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, পাঁচ হাজার দুইশত একান্ন বছর আগে ন্যায়, নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত পাশবিক শক্তিকে দমন করে কল্যাণ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের অবতার ঘটেছিল। জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য অনুসারে পালিত হয়।

এর আগে সকালে খাগড়াপুরস্থ শ্রীশ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে, অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় অদুল অনিতা ট্রাস্টের সহযোগিতায় ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খাগড়াপুর জে.বি.সি কমিউনিটি সেন্টারে পূজা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ, গীতাপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং মহাপ্রসাদ আস্বাদনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়া, স্ব স্ব মন্দিরে ও মহল্লায় পূজাপার্বন, উপবাসসহ রাতব্যাপী ব্রত, কীর্তনসহ নানা আনুষ্ঠানিকতায় জন্মাষ্টমী উদযাপন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here