খাগড়াছড়িতে শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে জবাবদিহিতামূলক অধিবেশন

0
89

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।। 

খাগড়াছড়ির পেরাছড়া এনসিটিএফ (ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স)-এর আয়োজনে “শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন” বিষয়ক জবাবদিহিতামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অধিবেশনে অর্থায়ন করে আন্তর্জাতিক সংস্থা সিডা এবং কারিগরি সহায়তা প্রদান করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ওয়াই-মুভস প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতি এই কার্যক্রম বাস্তবায়ন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি ওয়াই-মুভস প্রকল্প এবং জাবারাং কল্যাণ সমিতির কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোকপাত করেন।

পেরাছড়া এনসিটিএফ’র সভাপতি মোহনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর মোঃ ইসমাইল, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং সাংবাদিক কানন আচার্য্য।

অধিবেশনে এনসিটিএফ-এর সদস্য শিশুরা সরাসরি তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন। উত্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিশু পার্ক স্থাপন, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, স্কুল শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, মৌলিক চাহিদা পূরণে পদক্ষেপ গ্রহণ, স্কুল ও কলেজপড়ুয়া নারী-শিশুদের ইভটিজিং থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, মায়ুং কপাল এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, পেরাছড়া ইউনিয়নের দুটি উচ্চ বিদ্যালয়ে উন্নতমানের টয়লেট স্থাপন এবং প্রতি বিদ্যালয়ে নারীদের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট বিতরণের দাবি।

আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ এনসিটিএফ শিশুদের এসব যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তারা বলেন, “শিশুরা শুধু ভবিষ্যতের নাগরিক নয়, বর্তমানেরও অংশীদার। তাদের কণ্ঠস্বর শুনতে হবে এবং বাস্তবায়নে দায়িত্বশীল হতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here