
দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।
বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের (বিটিজেকেএস) আয়োজনে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহযোগিতায় ‘বিটিজেকেএস ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের ক্রীড়া আয়োজন জেলার ক্রীড়াঙ্গনকে আরও সুদৃঢ় করবে এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে।”
আয়োজক সূত্রে জানানো হয়, বিটিজেকেএস-এর উদ্যোগে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহায়তায় এবারই প্রথমবারের মতো শুধুমাত্র পুরুষদের নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে নারীদের অংশগ্রহণেও পৃথক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।
এবারের টুর্নামেন্টে মোট ২২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বেতছড়ি মারমা পাড়া একাদশ বনাম খুমপৈ ক্লাব মুখোমুখি হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, বিটিজেকেএস কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা, বিটিজেকেএস খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিলি ত্রিপুরা, রাম কুমার ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, বিটিজেকেএস-এর ক্রীড়া সম্পাদক ও কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরাসহ আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।