খাগড়াছড়িতে উন্নয়ন ভাবনায় সাংবাদিকদের সাথে পার্বত্য জেলা পরিষদের মতবিনিময় সভা

0
58

জেলা প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়ন ভাবনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

রবিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (অস্থায়ী) শেফালিকা ত্রিপুরা। সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে মুক্ত আলোচনায় বিভিন্ন মতামত তুলে ধরেন।

আলোচনায় বক্তারা খাগড়াছড়ির সমসাময়িক সমস্যা, পিছিয়ে পড়া উপজেলা ও গ্রামের উন্নয়ন চাহিদা, এবং এসব সমস্যা নিরসনে জেলা পরিষদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।

পরে সভাপতির বক্তব্যে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, জেলার স্বাস্থ্য ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিষদ কাজ করে যাবে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত মূখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজসহ পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here