কেএনএফের ৩সদস্যসহ ৪জন আটক, রুমা-থানচিতে সন্ত্রাস দমনে নামানো হচ্ছে সাঁজোয়া যান

0
42

আকাশ মারমা মংসিং।।বান্দরবান।।

বান্দরবানের থানচিতে কেএনএফ এর সক্রিয় ৩সদস্যকে আটক করেছে যৌথবাহিনী এসময় ব্যাংক ডাকাতির সময় ব্যবহৃত এক ড্রাইভারকে আটক করা হয়েছে। রবিবার রাত থানচি থেকে অভিযান চালিয় তাদেরকে আটক করা হয়।

এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ এর লাগাতর সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে যুক্ত করেছে সাঁজোয়া যান।

এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় (৭এপ্রিল) রবিবার রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাাকায় টহল দেবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

এব্যপারে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গতকাল রবিবার গভির রাতে থানচিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে কেএনএফ এর ৩ সদস্যকে আটক করা হয়,তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত,এবং ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে সাথে ড্রাইভারকেও আটক করা হয়।

তিনি আরো বলেন, উপজেলা গুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় এসাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here