

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
বিলাইছড়িতে সমবায় ব্যবসায়ী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ( ৭ডিসেম্বর) সকাল ১০ টায় সমবায় সমিতির আয়োজনে উপজেলা হলরুমে সভায় উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক ও বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়ুয়া, প্রিয়া নন্দ বড়ুয়া, রতন চক্রবর্তী, ওয়ার্ড মেম্বার মো. ওমর ফারুক, মো. সিরাজুল ইসলাম, প্রদীপ দাশ, ছগীর হোসেন, সুনীল চাকমা মো. নাসির, শান্তি রায় চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন বকুল বড়ুয়া, মো. রেজাউল করিম রনি, মো. ইসহাক, মো. জাকির হোসেন, রঞ্জিত দাশ, মানিক কান্তি দে, মো. নাসির, শান্ত শীল চাকমা, প্রদীপ দাশ, তপন বড়ুয়া, তপন দে, দীপক দাশ, চন্দন ঘোষ, সুমন চৌধুরী, মো.কবির হোসেন, সুমন বড়ুয়া, মো.শাহ আলম, মো.সাইফুল ইসলাম, মো. হান্নান, উত্তম চক্রবর্তী, রিপন বড়ুয়া, উজ্জ্বল দাশ,ভবেশ প্রমূখ।
উল্লেখ্য যে, ২০১১ সালে প্রতিষ্ঠিত হলে প্রায় ১৪ বছর ধরে এই সমিতি বিভিন্ন কারণে গঠন করা হয়নি। ২৩ সেপ্টেম্বর-২০২৫ এ আহ্বায়ক কমিটি গঠন করা হয় । ১২ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। তাই কমিটিকে সক্রিয় করে বাজারে ক্রেতাদের সেবার মান বৃদ্ধি,দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার নিশ্চিত এবং শৃঙ্খলা রক্ষায় এই কমিটি কাজ করবে। এতে নিবন্ধনকৃত ৭৪ জন সদস্য রয়েছে। এটি ৫ম সভা। এই মাসে ১১ তারিখে মনোনয়ন সংগ্রহ এবং ১৮ তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্বাচন হবে বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com