
জেলা প্রতিনিধি, রাঙ্গামাটি:
রাঙ্গামাটি সদর জোন'র উদ্যোগে "সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প" এর আওতায় রাঙ্গামাটির হিন্দু সম্প্রদায়ের পরম শ্রদ্ধেয় পুরোহিত ও সেবায়েত এবং কিছু অসহায়দেরসহ ৫৫ জনের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল এ শীতবস্ত্র উপহার দেয়া হয়। রাঙ্গামাটি সদর জোন'র সম্মানিত জোন কমান্ডার লেপ্টেনেন্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত পিএসসি।
লে.কর্ণেল একরামুল রাহাত উপহার প্রদানকালে বলেন, এ উদ্যোগ'র ফলে অত্রাঞ্চল'র হিন্দু সম্প্রদায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দপুর্ণ সম্পর্ক এবং সম্প্রীতি আগের চায়তে আরো সদৃঢ় ও মজবুত হবে। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট,রাঙ্গামাটি এবং রাম ঠাকুর আশ্রম( কৈবুল্য কুঞ্জ)মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাঙ্গামাটি সদর জোন'র সেনা কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com