
অংগ্য মারমা।।মানিকছড়ি।।
প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান মানিকছড়ির ঘোরখানা, ছদুরখীল, আছাদতলী ও তুলাবিল অংশে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। বুধবার (২১ মে) সকালে করা এ অভিযানে নদীতে পাতানো ৫টি বিশালাকৃতির চায়না দুয়ার জাল জব্দ করা করা হয়।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী করে এসব চায়না জাল জব্দ করা হয়।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, 'হালদা নদী দেশের বৃহত্তর সম্পদ। এ সম্পদ রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল নদীর উজানে ভারি বৃষ্টিপাত হওয়ায় নদীর পানি কিছুটা বেড়ে যাওয়ায় কতিপয় অসচেতন জেলে নদীতে জাল বসিয়েছিল। খবর পেয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর বিভিন্ন সরু পয়েন্ট থেকে ৫টি জাল জব্দ করা হয়'।
পাশাপাশি হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় নদীতে বাঁধ নির্মাণ না করা, মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে ঝাঁক সৃষ্টি না করার জন্য স্থানীয়দের পরামর্শ দেন মৎস্য কর্মকর্তা।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com