

মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।
বর্ডার গার্ড বাংলাদেশ (২৭ বিজিবি) মারিশ্যা জোন কর্তৃক সীমান্তবর্তী দূর্গম দোসর বাজারে অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বিতরণ।
মঙ্গলবার ২৭ মে মারিশ্যা জোন এর অধীনস্থ দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্ব পূর্ন এলাকার দোসর বাজার পরিচালনা কমিটির নিকট অগ্নি নির্বাপক সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এসময় (২৭ বিজিবি'র) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় দোসর বাজার পরিচালনা কমিটির সভাপতি প্যারামেডিকেল প্রবিন চাকমা উপস্থিত থেকে এসব সরঞ্জামাদি বুঝে নেন।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com