মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে সাজেকের সাথে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে পড়ে সকাল থেকে।ফলে আটকা পড়ে বহু পর্যটকবাহী যানবাহন। এতে শিশু সহ চরম ভোগান্তিতে পড়ছে অসংখ্য পর্যটক ও সাধারণ মানুষ।
খবর পেয়ে দিঘীনালা ইউনিটের ফায়ার সার্ভিসের সদস্যরা, বাঘাইহাট সেনা জোন (৬ ইবি), ২০ ইসিবি, ৫৪ বিজিবি ও স্থানীয়দের সহায়তা প্রায় ১০ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করা হয়।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন সড়কের ৫ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পরেছে সাথে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পরেছে। স্থানীয়দের মাটি সরানোর কাজে লাগিয়েছি তবে ভারী যন্ত্রপাতি ও বল্ডুজার ছাড়া এসব পাথর গাছপালা সরানো সম্ভব নয়।
পরে বিষয়টি সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনকে জানানো হলে, খুব দ্রুত সময়ে রাস্তার মাটি সড়ানোর কাজ শুরু করে,এখন কিছুটা স্বাভাবিক করা হয়েছে বিকেলের স্কট ছাড়া হয়েছে।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com