

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর এলাকার গাউ ডোমর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য মারিশ্যা জোন (২৭ বিজিবি)র পক্ষ হতে উদয়পুর বিওপির বিওপি কমান্ডারের মাধ্যমে ৪২ পিস টিন ও ০৬ পিস তুলি প্রদান করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) সকালে টিন প্রদানের সময় উক্ত এলাকার কারবারী এবং গন্যমান্য ব্যক্তি বর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্হিতি ছিলেন।
এ বিষয়ে মারিশ্যা জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন মারিশ্যা জোন এ ধরনের জনকল্যাণমুখী কাযর্ক্রম করে আসছে এবং ভবিষ্যতে এই বিশাল সীমান্ত রক্ষা করাসহ ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com