রুমা প্রতিনিধি।।
বান্দরবান জেলায় দীর্ঘ ৭ বছর পরে নতুন আংশিক কমিটির সাচিংপ্রু জেরী কে আহবায়ক হওয়ায় রুমা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
আজ ৩ ফেব্রুয়ারী সকালে রুমা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগের বাজারে অলিগলিতে আনন্দ মিছিল করে মিস্টি বিতরণ করেন।
মিছিল ও মিস্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি থুইসাঅং মারমা,সহ-সভাপতি উচহ্লা মারমা,প্রচার সম্পাদক পলাশ চৌধুরী, সহ-সভাপতি পালিয়ান বম,উপজেলা যুবদলের আহবায়ক লালকিম বম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক অংথোয়াইচিং মারমা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা, উপজেলা ছাত্র দলের আহবায়ক সিংমংহ্লা মারমা,উপজেলা সদস্য সচিব অংবাচিং মারমা, উপজেলা মহিলা দলের সভাপতি ঙৈনুচিং মারমাসহ অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com