স্টাফ রিপোর্টার:
সাংবাদিক হোসাইন জিয়াদ ও জোবাইর শাহাদাৎ-এর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে কেউ নিরাপদ থাকবে না। বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সবসময় দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়— সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এন এজাকির, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মিনারুল হকসহ অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন প্রতিনিধি, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে হামলার শিকার দুই সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা ও সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে মানববন্ধন শেষ হয়।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com