

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি:
রাঙামাটি বাঘাইছড়িতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গন্যমান্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।
২৯ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় মারিশ্যা জোনে কনফারেন্স রুমে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ অধিনায়ক মেজর শাহিন, সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান বাঘাইছড়ি আনসার সিও রফিকুল ইসলাম ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির সহ ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও আঞ্চলিক দলের নেতা, হেডম্যান, কার্বারি, সাংবাদিক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় জোন কমান্ডার বলেন, পাহাড়ী বাঙালীরা মিলে মিশে সম্প্রদায় সম্প্রীতি যাতে বজায় রাখা যায় এবং গুজবে কান না দিতে সবাইকে সজাক থাকতে হবে। কেউ সম্প্রীতি বিনষ্ট করতে চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।
প্রধান উপদেষ্টা: মোঃ জসিম উদ্দিন
সম্পাদক: হ্লাথোয়াইচিং মারমা (ভদন্ত নাইন্দিয়া থের)
নির্বাহী সম্পাদক: মংহাইথুই মার্মা
প্রধান কার্যালয়ঃ রুমা বাজার, মসজিদ গলি,রুমা, বান্দরবান পার্বত্য জেলা।
অফিস হটলাইন নাম্বার: +8801606760388
ইমেইল : rumabarta23@gmail.com
নিউজ পোর্টালটি তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনে জন্য আবেদিত
rumabarta.com